Khoborerchokh logo

কুষ্টিয়ায় আতাউর রহমান আতার পক্ষে করোনা বিষয়ে জনসচেতনতায় প্রচারণা ও লিফলেট বিতরণ । 328 0

Khoborerchokh logo

কুষ্টিয়ায় আতাউর রহমান আতার পক্ষে করোনা বিষয়ে জনসচেতনতায় প্রচারণা ও লিফলেট বিতরণ ।

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় করোনা ভাইরাসের ঝুকিতে রয়েছে আমাদের বাংলাদেশ।তাই আতঙ্কিত হওয়ার চেয়ে সচেতনতা জরুরি হয়ে পড়েছে। এই জনসচেততার লক্ষে বাংলাদেশ আওয়ামিলীগের কুষ্টিয়া শহর শাখার সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আতাউর রহমান আতার পক্ষ থেকে করোনা ভাইরাস এর উপর জনসচেতনা মূলক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়েছে। আজ রবিবার  (১৫ মার্চ) আওয়ামিলীগের কুষ্টিয়া শহর শাখার সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আতাউর রহমান আতার পক্ষ থেকে করোনা ভাইরাস এর উপরজনসচেতনা মূলক প্রচারণা ও নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহরের মজমপুর গেট,বিভিন্ন বিভিন্ন মোড়ে মোড়ে এবং কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনায় করোনীয় সম্পর্কে প্রচারণা ও জন সাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় আতাউররহমান আতার সাথে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক নূরুনবী বাবু, যুবলীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম, ছাত্র লীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক সাদ আহম্মেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কর্মীরা। লিফলেটে   করোনা ভাইরাস সম্পর্কিত আতঙ্কিত না হয়ে নিরাপদ থাকার স্বার্থে করণীয় সম্পর্কে সাধারন জ্ঞান ব্যবহার করতে হবে। সুস্থ মানুষ অন্য মানুষের থেকে ১ মিটার তথা ৩ ফুট দূরত্বে অবস্থান, মাস্ক ব্যবহার করতে হবে, নিয়মিত  হাত  ধুতে হবে কমপক্ষে এক মিনিট হবে ।এ বিশালাকৃতির ভাইরাস, যার কোষের প্রস্থ ৪০০-৫০০ মাইক্রোমিটার। সুতরাং যে কোনও মুখোশ যেটা এই আকারের বস্তুকে প্রতিহত করতে পারে সেটা ব্যবহার করলেই হবে, করোনা ভাইরাস যখন ধাতব কোনো পৃষ্ঠের উপর পড়ে তখন এটি ১২ ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। কাপড়ের উপরে পড়লে ৯ ঘন্টা, সরাসরি শরীরে লাগলে ১০ মিনিট পর্যন্ত বাঁচতে পারে। তাই সাবান এবং পানি দিয়ে ভালভাবে জামাকাপড়, শরীর পরিষ্কার করলে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিহত করা সম্ভব। এ ছাড়া ভাইরাসটি ২২°-২৭° ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসে তবে এটি মারা যাবে, কারণ এটি গরম অঞ্চলে বাস করে না। এছাড়াও গরম পানি খেলে এবং সূর্যের আলোয় থাকলে করোনাভাইরাস কার্যকর হতে পারে না।  আইসক্রিম থেকে দূরে থাকা এবং ঠান্ডা আবহাওয়া পরিহার করে চলতে হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com